গতকাল দাগনভূঞা ৬০ পিস ইয়াবা, ১ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল বিয়ারসহ ৫ মাদক ব্যবসয়াীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্ডিপুর গ্রামের নজু মিয়ার বাড়ী সংলগ্ন কামু ভূঞাগামী কাঁচা রাস্তার উপর থেকে উক্ত ৫ জন মাদক ব্যবসয়াীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী মধ্যে ৪ জনই নোয়াখালী জেলার সেনবাগ থানার। আটককৃতরা হলো– রবিউল হোসেন ছোটন (৩৫) গোপালপুর গ্রামের আব্দুল হাই মাস্টার বাড়ীর আব্দুল হাই এর ছেলে। মোঃ রনি (৩৭) বড়চারিগাও গ্রামের নুরুল হক বেপারী বাড়ীর জামাল উদ্দিনের ছেলে। মোঃ নুর হোসেন (৪৫) নবীপুর গ্রামের বাকু মেম্বার বাড়ীর মৃত আব্দুর রবের ছেলে। জিল্লুর রহমান রাজু (৩৪) শফি উল্যাহ’র নতুন বাড়ীর মৃত শফি উল্যার ছেলে। আবু বক্কর সিদ্দিক (২৫) দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের বদর উদ্দিন বেপারী বাড়ীর মোঃ দুলালের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত ৫ জন মাদক কারবারি বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।