চট্রগ্রাম নগরীর খুলশী থানা এলাকায়, খুলশী থানা যুবদলের উদ্যোগে,মঙ্গলবার দুপুরে টাইগারপাস বাটালি হিল ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিম খানায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন- আহবায়ক আলহাজ্ব আব্দুল হালিম শাহ আলম, নগর যুবদলের যুগ্ন সম্পাদক আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক- হেলাল হোসেন, বিএনপি নেতা শামীম আহমেদ নান্টু, মোহাম্মদ হারুন, শহিদুল ইসলাম মনা, মোঃ নয়ন, আলমগীর হোসেন, জানে আলম বাছা, মনসুর, নগর যুবদলের কোষাধক্ষ্য-নূর হোসেন উজ্জল,
“খুলশী থানা” যুবদলের যুগ্ন আহবায়ক-ইউনুস মুন্না, মোঃ সাইফুল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাবেদ, নাসির উদ্দিন পিন্টু, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ জহির, মোঃ মানিক, শফিকুল,খোরশেদ, ছোটন,মানিক, জয়নাল, ফয়েজ,সুজন, আরিফ, নজরুল, স্বপন, বাচা প্রমূখ।