এনআরবি ব্যাংকের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজারে অসহায় বানভাসী মানুষের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ২টায় কুড়ারবাজারে ২৫০ অসহায় বানভাসী পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এনআরবি মেডিকেল বোর্ড শাখার ম্যানেজার মোঃ ফয়জুল কবির চৌধুরী বলেন, ভয়াবহ বন্যায় অসহায় দুগর্ত মানুষের মাঝে এনআরবি ব্যাংক মানুষের কল্যানে কাজ করে আসছে। তাদের এই কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন তাদের কার্যত্রম অব্যাহত থাকবে। তিনি বলেন এনআরবি ব্যাংকের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবু কাওছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি মেডিকেল বোর্ড শাখার ম্যানেজার মোঃ ফয়জুল কবির চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের টিকাদার মোঃ হাবিবুর রহমান,
কুড়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ. এফ. এস আবু তাহের, আব্দুল মুকিত, ৫নং ওয়ার্ড মেম্বার সমসুল ইসলাম প্রমুখ।