ঝিনাইদহের মহেশপুরে ৫টি স্বর্ণের বার সহ রবিউল ইসলাম নামেক ১ জনকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
গুড়দাহ বাজার ব্যবসায়ী আ’লীগ নেতা আব্দুর রশীদ জানান তার বাড়ি মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ অনন্তপুর গ্রামে। সে অনন্তপুর গ্রামের জামে মসজিদের সভাপতি।
বিজিবি সুত্রে জানা গেছে খালিশপুর-জীবননগর গামী হাজী ডিলাক্সে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায় স্বর্ণের বারগুলো তার জাঙ্গিয়ার ভিতরে কসটেপ দিয়ে মোড়ানো ছিল।