৭১ বাংলাদেশ প্রতিনিধিঃশুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব কক্ষে সংবাদ সম্মেলন করে মহেশখালী মাতারবাড়ীর সন্তানেরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন ৷মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের কার্যনির্ধারণী পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন শামীম।
সংগঠনের আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত মহেশখালী-মাতারবাড়ীকে ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের দাবি হচ্ছে স্থানীয় লোকজনকে ওই এলাকার শিল্পকারখানায় সব কেটাগরিতে ৭০ শতাংশ চাকরি দিতে হবে। এক্ষেত্রে সরকার আন্তরিক হলে প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারে।
এছাড়া লবণ ও মৎস্যচাষি এবং শ্রমিকদের শতভাগ পুনর্বাসন, রেশনের ব্যবস্থা, ভূমি প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ, ৫০০ শয্যার একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা, একটি সরকারি পলিটেকনিক্যাল প্রতিষ্ঠা, একটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এসব দাবি জানান বক্তারা ।
মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার প্রদর্শন হয় ও মাতারবাড়ীর স্থানীয় চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের , শিক্ষার্থী, শ্রমিক, বিভিন্ন পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন । মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কবির আহমদ, মো. শাজাহান, বেদার উদ্দীন, শওকত আলী জুয়েল, মাওলানা আহমদ উল্লাহ, মোস্তাফা কামাল, আসহাব উদ্দিন, মোশারফ হোছাইন, আবু বকর ছিদ্দিক, মো. নুরুল ইসলাম, নওশেদুল হক প্রমুখ।,
Discussion about this post