বন্দর নগরী চট্টগ্রামে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম মহাগর আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান নাহিদ এর নেতৃত্বে বঙ্গবন্ধু ছাত্র ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা এসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
মিছিলটি নেভাল চত্বর থেকে শুরু হয়ে উত্তর নালাপাড়া হয়ে, আইসফেক্টরী রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদরঘাট থানা মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গসংঠনের বিভিন্ন নেতা ও কর্মীবৃন্দ।