জনতার কলামঃযার প্রয়োজনে সমস্ত কিছু সৃষ্টি করেছেন- স্বয়ং আল্লাহ্। যাঁর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন মহান রব, যিনি দোজাহানের বাদশা। যাঁর সুপারিশ ছাড়া আল্লাহ কারও কথা শুনেন না- তিনিই হলেন আমাদের- সমস্ত সৃষ্টির রাসূলআল্লাহ, রাহমাতাল্লিল আলামীন, শাফিয়াল মুজনবীন আমাদের সকলের প্রিয় নবিজী মোহাম্মাদ (সাঃ)।
নবিজীর জন্ম না হলে আমি- আপনি তো দূরের কথা – কিছুই সৃষ্টি হতো না – তাঁর আগমনের দিন অবশ্যই আনন্দের দিন ঈদে মিলাদুন্নবী(সাঃ)।
রাসূলের সময় কালে ও তাঁর পরবর্তীতে বহু ষড়যন্ত্র হয়েছিলো, ষড়যন্ত্র কারিদের দোষড়রা আজও একটিভ রয়েছে।
সেই ষড়যন্ত্র কারীদের পাতানো ফাদে যারা পড়বে, তারা কখনোই রাসূলকে ভালোবাসবে না, তারা কখনোই আল্লাহ্কে পাবে না।
পবীত্র ঈদে মিলাদুন্নবীর দিনে গরীব মানুষ কে পেট ভরে ভাত খাওয়ানো এবং গরীব অসহায় মানুষকে সাহায্য সহযোগীতা করা অত্যন্ত বরকতময় কাজ,এতে অনেক ফজিলত রয়েয়ে।
তাদের মানব জন্মই বৃথা। রাব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব করুক-আমিন।