পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) এবং বিশ্ব অলি শাহেন শাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে মোহাম্মদ রাকিব রহমান এর ব্যবস্থাপনায় মিলাদ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ই অক্টোবর বৃহস্পতিবার বাদে এশা চট্টগ্রাম নগরীর পাচলাইশ এলাকায় মিল্টন কনভেনশন হলে অনুষ্ঠিত মাহফিলে নবী প্রেমিক এবং আউলিয়া ভক্তদের উপস্থিতি ছিল ব্যাপক।
শাহজাদায়ে ইমামে আহলে সুন্নাত পীরে ত্বরিকত আল্লামা মুফতি কাজী মোঃ আবুল এরফান হাশেমী মুনেঈমী (মা.জি.আ.)র সভাপতিত্বে ও মোহাম্মদ রাকিব রহমান এর পরিচালনায়, মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির ভান্ডার বড় দায়রা শরিফ’র শাজ্জাদানশীল বড় মিয়া আলহাজ্ব শাহসুফি সৈয়দ কুতুব উদ্দিন শাহ (মা.জি.আ.)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা ফানাফিল্লাহ মাওলানা সৈয়দ আরমান শাহ্ আল আমিরী (মা.জি.আ.)
দরবারে হাশেমিয়া আলিয়া শরীফ’র শাজ্জাদানশীল শাহজাদায়ে ইমামে আহলে সুন্নত পীরে ত্বরিকত কাজী মোহাম্মদ ফোরকান হাশেমী (মা.জি.আ.)।
এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলিয়া শরীফ’র শাজ্জাদানশীল শাহজাদায়ে ইমামে আহলে সুন্নাত পীরে তরিকত আল্লামা কাজী মোঃ জিয়াউদ্দীন হাশেমী (মা.জি.আ.) ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মদিনা জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ জাহেদুল ইসলাম আল কাদেরী (মা.জি.আ.)।
মাহফিলে অংশ নিতে চট্রগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নবী প্রেমীক ও আউলিয়া ভক্ত বৃন্দ।
এবং প্রজেক্টরের মাধ্যমে মাহফিলে মহিলাদের অংশ গ্রহণ করার জন্য ছিল আলাদা সু-ব্যবস্থা।
আলহাজ্ব শাহ্ সুফী সৈয়দ কুতুব উদ্দিন শাহা ও শাহাজাদা ফানাফিল্লাহ্ মাওলানা সৈয়দ আরমান শাহ আল আমিরী সহ আগত অতিথি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহাম্মদ রাকিব রহমান।
শাহজাদা ফানাফিল্লা মাওলানা সৈয়দ আরমান শাহ আল আমিরী (মা.জি.আ.) আখেরী মোনাজাত পরিচালনার মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি করেন।
উক্ত মাহফিলে বক্তারা বলেন আল্লাহ্ কে পেতে হলে প্রিয় নবীজিকে মহব্বত করতে হবে, নিয়মিত নামাজ পড়তে হবে এবং বেশি বেশি নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করতে হবে
মিলাদ ও ছেমা মাহফিল শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।
Discussion about this post