এক বছরের মাথায় প্রশংসায় ভাসছেন উন্নয়নমূলক কর্মযজ্ঞ বাস্তবায়ন করে ৬নং ওয়ার্ড কাউন্সিলর নাসের হাজি সব চাইতে বহুল আলোচিত অবহেলিত জনদূরভোগ ভয়াবহ মর্মান্তিক মরণব্যাধি সড়ক হিসেবে পরিচিত ছিল সিপাহী নায়েব আলী সড়ক।
যা বিগত ১৫বছরে ধরে এলাকার জনসাধারণ অধীর অপেক্ষায় প্রহর গুনছিলো কবে এই সড়কটি নির্মাণ হবে।
অবশেষে কাউন্সিলের নাসের হাজি জয়ী হওয়ার পর, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সর্বকালের সবচাইতে ভয়াবহ দুরঅবস্থা সড়কটি দুই মাসের মধ্যে আরসিসি ঢালাই দিয়ে নির্মাণকাজ সম্পন্ন করে ঐতিহাসিক মাইলফলক সৃষ্টি করে নজির স্থাপন করেন।
এলাকাবাসীর অভিমতে যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
সরোজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খায়ের মঞ্জিল ইশা মঞ্জিল সড়কটি পুনরায় আরসিসি ঢালাই দিয়ে নির্মাণকাজ সম্পন্ন করে এলাকাবাসী ও জনসাধারণের চলাচলের সু ব্যবস্থা করেছেন।
এছাড়া তিনি এক বছরের মধ্যে ফজল আলী ডাক্তার বাড়ির কবরস্থানের সড়ক,,গাউছিয়া মোজদেদিয়া মসজিদ সড়ক,,শরফুদ্দিন মাজি বাড়ি সড়ক,,হযরত জলিল শাহ ভান্ডার বাজার সড়ক,, ও পরিযান বাপের বাড়ির সড়ক আরসিসি ঢালাই নির্মাণকাজ সম্পন্ন এর মাধ্যমে,,কাউন্সিলর নাসের হাজী সুবিশাল উন্নয়নমূলক কর্মযজ্ঞ করে এলাকাবাসীর মুখে তাক লাগিয়ে, হাসি ফুটিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
ওয়ার্ড কে ডিজিটাল ও আধুনিকায়ন হিসেবে গ্রীন ক্লিন সিটিতে রূপান্তর করেছেন।
ইতিমধ্যে এলাকার কিছু কিছু হতদরিদ্র অসহায় এলাকাবাসীর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করে জনবান্ধব কাউন্সিলর হিসেবে খ্যাতি কুড়িয়েছেন।
তাছাড়া বিভিন্ন মসজিদের পুকুরের নোংরা পানি দিয়ে ওযু না করার সুবিধার্থে,, নিজ অর্থায়নে এলাকার জলিল ভান্ডার জামে মসজিদ, হযরত এনায়েত উল্লাহ শাহ আব্দুল জলিল জামে মসজিদ ও সুন্ধি পাড়া জামে মসজিদের ডিপ টিউবয়েল,
পানির পাম্প স্থাপন করে মুসল্লিদের জন্য নামাজের সু-ব্যবস্থা করেছেন তিনি ।