বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমন উপলক্ষে সংবার্ধনা ও আলোচনা সভা ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় নগীর নাইওরপুল পয়েন্টে হোটেল সিলভিউ-এ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।
সংগঠনের সিলেট জেলা শাখার সদস্য সচিব ডা. জোবায়ের আহমেদ তোফায়েলের সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য সানাদ আজাদ এর পরিচালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সোহানুর রহমান, নুর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নেতা রহমতে এলাহী নাঈম লস্কর, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক মোঃ আলী সহ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ তেলের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারে দাবী জানিয়ে বলেন, বাংলাদেশের আলোড়ন সৃষ্টি কারী সংগঠন সামাজিক, মানবিক কাজের মধ্যে দিয়ে তারা ব্যাপক পরিচিত লাভ করেছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না আনলে শ্রমজীবী মানুষ অনাহার ও কষ্টের মধ্যে জীবন যাপন করবে।
বক্তারা নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ভিত্তিতে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু সহ শ্রমিকদের সকল ক্ষেত্রে অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।
বক্তারা আরো বলেন, ‘আমরা যুব অধিকার পরিষদ অন্যায়ের প্রতিবাদি সংগঠন যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, জীবন আছে যতদিন লড়াই চলবে ততদিন।
অধিকার আদায়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করবো ইনসাআল্লাহ।
Discussion about this post