মোঃফয়সাল এলাহীঃআওয়ামীলীগে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, সুযোগ সন্ধানী, অনৈতিক, অসৎ চরিত্রের লোকদের জায়গা নেই বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার (০৭ মে) বিকেলে নগরের ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানা শ্রেণিপেশার সুশীল সমাজকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করে অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা জীবনে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, দুঃখ যন্ত্রনাকে সহ্য করে মানুষের স্বার্থে সেবা করার মানসিকতা আছে; তারাই আওয়ামী লীগের তৃণমূলের কর্মী। তাদের হাত ধরে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’ পাশাপাশি মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাস ও জঙ্গীবাদে লিপ্ত কাউকে আওয়ামী লীগে স্থান না দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা আসন্ন সংসদ নির্বাচনে জয়ী করার জন্য বলিষ্ট ভূমিকা পালন করবে।’ উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল বারেক কোম্পানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ, নির্বাহী কমিটির সদস্য নুরুল আলম, কামরুল হাসান, সাইফুদ্দিন খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াছ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক আবদুল হালিম, যুগ্ম আহবায়ক এএসএম ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, শ্রমিক নেতা মো. ইউনুস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, সেকান্দর আজম প্রমুখ। কর্মীসভায় ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানী, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন আজাদ, শ্রমিক নেতা ইসমাইল আজিজসহ কয়েকজনের হাতে সদস্য নবায়ন ফরম তুলে দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও সহ সভাপতি খোরশেদ আলম সুজন।
Discussion about this post