সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃইভটিজিং এর শিকার হচেছ ছাএীরা, দেখার যেনো কেউ নেই, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বখাটেদের আড্ডা খানা। দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে প্রতিদিন চলে এলাকার বখাটেদের আড্ডা। তারা বেশির ভাগই মাদকাসক্ত বখাটে যুবক। বখাটেরা স্কুল,কলেজের ছাএীদের প্রেমের প্রস্তাব দেওয়া সহ নানা ভাবে উক্ত্যক্ত করে আসছে।এদের হাত থেকে রক্ষা পেতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিচ্ছে এবং অনেকে অন্য স্কুল বেছে নিচ্ছে।এ অবস্তায় ছাএীরা অসহায়, উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের অভিভাবকরা।উক্ত্যক্তকারীরা হয়ে উঠছে বেপরোয়া। প্রতিরোধ আইনও আছে, তারপরও থামছে না ইভটিজিং।জানাগেছে সকাল হলে বখাটেদের দেখা যায়,ওই স্কুলের সামনে। স্কুল যদি ৯ টায় শুরু হয় তাহলে তারা ৮ টার মধ্যে স্কুলের সামনে চলে আসে।স্কুলের মেয়েদের দেখলে কেউ আবার শিষ দেয়, কেউ বাজে কথা বলে আবার কেউ দেয় প্রেমের প্রস্তাব। মেয়েদের দিকে দু চোখ ধরে এমন ভাবে তাকিয়ে থাকে তারা যেন প্রেমিক পুরুষ। দীর্ঘ্যদিন ধরে এলাকার কিছু ছেলেরা স্কুল চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা ছাএীদের হয়রানী করে আসছে। গত কয়েকদিন আগে ৮ম শ্রেণী ও ১০ শ্রেণীর দুইজন ছাএী কুলিয়া থেকে স্কুলে আসার সময় কয়েক জন বখাটে যুবক মোটর সাইকেল যোগে এসে তাদের কে উক্ত্যক্ত করতে থাকে। পরে সেখানকার কিছু লোক এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। প্রতিদিন কোন না কোন বহিরাগতদের আগমন ঘটছে এই স্কুলের সামনে। এবিষয়ে স্কুলের কয়েক জন অভিভাবক অভিযোগ করে বলেন আমাদের মেয়েরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশুনা করে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কিছু বাজে ছেলেরা আমাদের মেয়েদের কে বিরক্ত করে।আমাদের মেয়েদের স্কুলে একাকী যাওয়ার কি কোন স্বাধীনতা নেই,বাধ্য হয়ে আমাদের কে পৌছিয়ে দিতে হয় আমাদের মেয়েদের কে শিক্ষা প্রতিষ্ঠানে।শুধু এরাই নয় বখাটের কবলে পড়ে হয়রানীর শিকার হচেছ আরো মেয়েরা।বিষয়টি নিয়ে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইমাদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি উক্ত বিষয়টি শুনছি এবং বলেছি স্কুল চলাকালীন সময়ে স্কুলের আশপাশে বিনা কারনে কোন বহিরাগত ছেলেরা আসতে পারবে না যদি কেউ এসে অশোভনীয় আচরন করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্তা গ্রহন করবো।এভাবে চলতে থাকলে ঘটে যেতে পারে বড় ধরনের কোন অপ্রিতিকর ঘটনা,সে জন্য বখাটেদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্তা নেওয়া উচিত বলে জানান তিনি ।