৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের বাসভবন ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১০ মে) বিকেল ৩টার দিকে এ ঘেরাওয়ের ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিভাসুতে ছাত্রলীগের কমিটি ঘোষণা না করতে কেন্দ্রীয় ছাত্রলীগকে উপাচার্য ‘প্রভাবিত’ করছেন এমন দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। এ সময় তারা দ্রুত সিভাসু শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণায় উপাচার্যকে হস্তক্ষেপের দাবি জানান ,পরে বাসভবনের সামনে থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে উপাচার্য তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে বাসভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ঘেরাও কর্মসূচি নয়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নিয়ে কথা বলতে তারা আমার কাছে এসেছিল। কেন্দ্রীয় ছাত্রলীগ সিভাসুতে কমিটি ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নতুন কমিটিকে স্বাগতম জানানো হবে বলে তাদের জানিয়েছি।