৭১ বাংলাদেশ প্রতিবেদকঃরাখিব নিরাপদ,সমাজকে দেখাব আলোর পথ।এই স্লোগানের ধারাবাহিকতায় এলাকার মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন,সন্ত্রাসী নৈরাজ্য ও অসামাজিক কার্যকলাপ থেকে এলাকার যুব সমাজকে সচেতন রাখার জন্য এবং সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে সকলকে একজোট হয়ে কাজ করার তাগিদে এই প্রথম নগরীর আগ্রাবাদ, মৌলভীপাড়ায় গঠিত হয়েছে সমাজ উন্নয়ন যুব পরিষদ।
এই প্রেক্ষিতে শুক্রবার ১১ই মে নগরীর আগ্রাবাদ, মৌলভীপাড়ায় জাকজমকভাবে সম্পন্ন হল সমাজ উন্নয়ন যুব পরিষদ নির্বাচন-২০১৮।এলাকার স্থানীয় সমাজ উন্নয়ন অফিস প্রাঙ্গনে চলে এই নির্বাচন।ভোটার সংখ্যা ছিল ২৩১ জন।অনেক উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটারবৃন্দরা। বেলা ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোটগ্রহন ।নির্বাচন পর্যবেক্ষনে আসেন সংরক্ষিত মহিলা কমিশনার জনাবা ফারহানা জাবেদ। নির্বাচন পরিদর্শন করে সুষ্ঠ পরিবেশ ও এত সুন্দর আয়োজন দেখে তিনি প্রার্থিদের সাফল্য কামনা করেন।
নির্বাচনে দুটি পদে ৪ জন প্রার্থী অংশগ্রহন করেন।সভাপতি পদে ২ জন, তারা হলেন, সভাপতি প্রার্থী জনাব সাইফুল আলম রুবেল,তার প্রতিক ছিল কমলালেবু, একই পদে আরেক প্রতিদ্দন্ধি জনাব সালাউদ্দিন মাহমুদ , তার প্রতিক ছিল মোবাইল। অন্যদিকে সাধারন সম্পাদক পদে ২ জন, তারা হলেন ফরহাদ সায়েম,(প্রতিকঃ দেওয়াল ঘড়ি), একই পদে তার প্রতিদ্দন্ধি জনাব ইব্রাহিম মিয়া সায়মন (প্রতিকঃহরিন)। সভাপতি ও সা: সম্পাদক সহ মোট ৩১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার।
ভোট গননা শেষে তথ্যমতে নির্বাচনে মোট ২৩১ টি ভোটের মধ্যে সভাপতি পদে সালাউদ্দিন মাহমুদ ১৩৭ ভোট ও তার প্রতিদ্ধন্ধি প্রার্থী সাইফুল আলম রুবেল পেয়েছেন ৯১ ভোট। অন্যদিকে সা: সম্পাদক পদে ফরহাদ সায়েম ২৩১ভোটের মধ্যে ১৮৩ ভোট ও তার প্রতিদ্ধন্ধি ইব্রাহিম মিয়া সায়মন পেয়েছেন ৪৫ ভোট।
নির্বাচন কমিশনারের ঘোষনা মতে ১৩৭ ভোট পেয়ে সভাপতি পদে জয়যুক্ত হয়েছেন,সালাউদ্দিন মাহমুদ ,তার প্রতিক ছিল মোবাইল ও ১৮৩ ভোট পেয়ে সা: সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরহাদ সায়েম ।
Discussion about this post