৭১ বাংলাদেশ প্রতেবেদকঃদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রমজানে ওজনের বাধা শিথিল হচ্ছে বলে জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, চিটাগাং চেম্বার চট্টগ্রামের কথা বলে না, সারা দেশের অর্থনীতির কথা বলে। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে কথা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে রমজানের জন্য মহাসড়কে পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণ শিথিল করা হবে। এটা হলে দেশের কোনো অঞ্চলে পণ্যের কৃত্রিম সংকট হবে না।
বুধবার (১৬ মে) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সিসিসিআই আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, কৃত্রিম সংকট যাতে না হয় সেদিকে ব্যবসায়ী নেতাদের নজর রাখতে হবে। এতে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিশ্বের সব দেশে উৎসবে ছাড় দেওয়া হয়। সিসিসিআই ভর্তুকি মূল্যে চাল, চিনি বিক্রি করে রমজানে। এতে নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি পায়। আশা করব প্রতিটি করপোরেট হাউস এ ধরনের উদ্যোগ নেবে।
তিনি বলেন, রমজানে মানুষের চলাচল বেড়ে যায়। বিপণিকেন্দ্রের সামনে নজরদারি বাড়াতে হবে। যাতে মা-বোনেরা নিরাপদে কেনাকাটা করতে হবে।
সিসিসিআই সভাপতি বলেন, রমজানে পচা-বাসি কোনো খাবার যাতে বিক্রি না হয় সে জন্য সিরিয়াস অ্যাকশন নিতে হবে। প্রশাসন একা এটি পারবে না। ব্যবসায়ী নেতাদের সহযোগিতা করতে হবে। কাঁচামরিচ, বেগুনি পচনশীল পণ্য। এগুলোর দাম কেন বাড়বে?
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাসুদ-উল-হাসান।,.
Discussion about this post