জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন তার আইনজীবী। পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার : ১০ দিন পর সোমবার বিকালে রায়ের কপি পেয়ে এখন আপিলের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির আইনজীবীরা; হাই কোর্টে আপিল করে জামিন নিয়ে দলীয় চেয়ারপারসন কারাগার থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছে বিএনপি নেতারা, গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ এজলাসে বসে দুদকের এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। জনাকীর্ণ এজলাসে তিনি শুধু রায়ের সংক্ষিপ্তসার পড়েছিলেন। তারপর থেকে রায়ের অনুলিপি না পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। বিএনপির নেতারা অভিযোগ করে আসছিলেন, খালেদা জিয়াকে বেশি দিন বন্দি রাখতেই রায়ের অনুলিপি দেওয়া হচ্ছে না। (ছবি ফাইল ফটো )
Discussion about this post