৭১ বাংলাদেশ প্রতিবেদকঃফেনীর সোনাগাজী উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও এক ডাকাত সরদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ মে) তাদের পৃথক অভিযানে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সোনাগাজীর মহেশ্চর গ্রামের মৃত ছাদেকের ছেলে সাহাব উদ্দিন (২৭) ও ডাকাত সরদার নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী গ্রামের নূর নবীর ছেলে জসিম উদ্দিন (৪০)।
সোনাগাজী মডেল থানার এসআই মো.মোস্তাক চৌধুরী জানান, আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে গোফন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে অন্তঃজেলা ডাকাত সরদার জসিমকে তার সঙ্গীয় দলের সদস্যদের দেয়া তথ্য মতে সোনাগাজীর চরদরবেশ এলাকা আটক করা হয়।
উল্লেখ্য, তার সঙ্গীদের আগেই আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (সার্বিক) মোজাম্মেল হোসেন জানান, তাদের উভয়ের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে। এবং তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
Discussion about this post