৭১ বাংলাদেশ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে ছয় হাজার ইয়াবাসহ মো. সফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার (২০ মে) নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডের জেবিসি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মোগড়া গ্রামের নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানার নেতৃত্বে র্যাব-৭ এর একটি আভিযানিক দল স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বিশেষ কৌশলে সে ব্যাগের ভেতরে এসব ইয়াবা রেখেছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।