৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্রগ্রাম কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরয়াড়িং এজেন্ড কর্মচারি ইউনিয়ন (২৩৪) এর উদ্দ্যেগে গত ২২-৫-২০১৮ইং আগ্রাবাদ ধ্রুবতারা কমিউনিটি সেন্টারে ,ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । সভাপতি মোঃ কাজী খায়রুল বাসার মিল্টন, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন ও আহ্ববায়ক সেলিম রেজা,ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৩৬ নাং ওর্য়াড় কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, চাঁন্দু কর্পোরেশন পরিচালক মোহাম্মদ চাঁন্দু ” চটগ্রাম বন্দরের সাবেক ও বর্তমান কাস্টম কর্মকর্তারা , বন্দর মালিক সমিতি, চট্রগ্রাম বন্দরের উপদেষ্টা , কর্মচারী ইউনিয়নের সকল সদস্যা বৃন্দ এবং স্হানীয় সাংবাদিক সহ আরো অনেকেই উক্ত ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন , সাংবাদিক মোঃ নূর হোসেন জানান ইফতার মাহফিলে প্রায় ২০০০/০০ (দুই হাজার) লোকের ইফতারের আয়োজন করা হয়েছে । সূত্র জানায় অতি যত্নশীল ভাবে দুই হাজার লোক কে ইফতার করানো হয়েছে , পবিত্র কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ইফতার মাহফিল সুরু করা হয় ,প্রতি বছরের মতো এই বছর ও অতি সুন্দর ও শৃঙ্খলার সহিত ইফতার মাহফিল পালন করেছেন চট্রগ্রাম কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরয়াড়িং এজেন্ড কর্মচারি ইউনিয়ন (২৩৪) ।