পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর চেকপোষ্টে ২০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা ও এক বোতল ভারতীয় মদসহ পঙ্কজ কুমার রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর সদস্যরা। গত২৩ মে/১৮ বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। চেকপোষ্টে সূত্রে জানা যায়, আটককৃত পঙ্কজ কুমার রায় ভারতীয় ফুলবারির রায় মানি একচেঞ্জার এর মালিক এবং ভারতীয় দার্জিলিং জেলার প্রধান নগর এলাকার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, পঙ্কজ কুমার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে চেকিংয়ের সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি চালায়। এসময় তার ব্যাগে এক বোতল মদ ও ২০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়। পরে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো: নওশাদ জানান, এ বিষয়টি সত্য। পঙ্কজ কুমার অবৈধভাবে বাংলাদেশি টাকা বহন করে ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষে বাংলাদেশে প্রবেশ করে। আটক ব্যক্তিকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।