দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে বাহাদুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের চলছে জমজমাট কোচিং বানিজ্য | দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের চলছে জমজমাট কোচিং বানিজ্য । পত্র পত্রিকায় কোচিং বানিজ্য নিয়ে লেখা লেখি নতুন কিছু নয় এর প্রসারে ও সীমাবদ্ধতা নেই। সারাদেশ ব্যাপী জালের মত ছড়িয়ে ছিটিয়ে খুব জমজমাট ব্যবসা করে চলছে এক শ্রেণীর অসাধু মহল, এমন একটি কোচিং বীরগঞ্জ উপজেলার অন্তর্গত বাহাদুর বাজারের অগ্রগামী কোচিং সেন্টার, বিদ্যালয়ের অভ্যন্তরে কোচিং নিষিদ্ধ থাকা সত্বেও খুব জোরে সরে বাহাদুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে চলছে এই কোচিং ।কোন প্রকার নিয়মনিতি না মেনেই সাধারন কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতারিত করা হচ্ছে। কোচিংটিতে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জড়িত থাকার কথা জানা যায়, এবং কোচিং এ না আসলে পরিক্ষায় মার্ক দেয়া হবে না এমনটাও বলার কারনে অনেকে বাধ্য হয়ে কোচিং যাচ্ছে বলে অভিযোগ ও আছে। উল্লেখ্য যে, বাহাদুর বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে অগ্রগামী কোচিং সেন্টার অতি তারাতারি বন্ধ করার জন্য প্রশাসনের কাছে যোরদাবি করেন এলাকাবাসী ও অভিভাবকগন।