৭১ বাংলাদেশ প্রতিনিধিঃমুরাদপুরের হোটেল জামান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকার আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ইফতার সামগ্রী নিউজপ্রিন্টের ওপর বিক্রির জন্য সংরক্ষণ ও জিলিপি তৈরিতে হাইড্রোজ ব্যবহার করায় ৫০ হাজার টাকার জরিমানা করা হয়।
সোমবার (২৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এসব জরিমানা করেন।
অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ডবলমুরিং থানায় বাজার তদারকি কার্যক্রমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ করায় ওরিয়েন্টাল রেস্টুরেন্টকে ২০ হাজার ও ঘরোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ইপিজেড থানার কলসি দীঘির পাড় বাজারে তদারকিমূলক কার্যক্রমে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভাই ভাই স্টোরকে ৫০ হাজার, আল্লাহর দান হোটেলকে নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করায় ৯ হাজার, রিয়াজের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকার জরিমানা করেন।