৭১ বাংলাদেশ প্রতিনিধিঃগত২৬মে আনোয়ারা এম বি এম ব্রিক ফিল্ট এলাকায় আনুমানিক সন্ধা৭টার দিকে বালু ডেলিভারি দিতে ১ঘন্টা দেরি করায় হলদিয়া পাড়া ও গুনদিপ পাড়ার সাথে সংঘর্ষে সৃস্টি হয়ে ব্যাপক ভাংচুর লুটতরাজ ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গত ২৫মে হলদিয়া পাড়ার শামসুল আলম (৫০)এর সাথে গুন্দিপ পাড়ার এক প্রবাসির বালু ক্রয় নিয়ে কথা কাটা কাটির সৃস্টি হয়।পরে তারা দুইজনে চলে যায়। পরে দিন২৬মে গুন্দিপ পাড়ার প্রায় অর্ধশতাধিক লোক হলদিয়া গ্রামের উপর হামলা চালায়। এতেকরে হলুদিয়া গ্রামের প্রায় ৩০জন সাধারণ গ্রাম বাসি আহত হয় এদের মধ্যে মো:জাহাঙ্গীর, আবুল কালাম ও রসু আক্তার নামের ৩জনের অবস্থা অশংকা জনক বলে । এরা সকলেই হলদীয়া এলাকার বাসিন্দা।এছাড়াও ৪টি ট্রলি ২টি ড্রাম ট্রাক ১টি মটর সাইকেল সহ মো:শামসুল এর অফিস এ আগুন ধরিয়ে দেয় তারা। ঘটনাস্থলে খবর পেয়ে অানোয়ারা থানা ওসি দুলাল মাহমুদ স্পেশাল পুলিশ নিয়ে উপস্থিত হন। এবিষয়ে ওসি দুলাল মাহমুদ জানান, তিনি এসে দেখতেপান ভাংচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা টি।২প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনা নিয়ন্ত্রনের জন্য প্রায় ৪৫রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ফায়ার সার্ভিস দুই ঘন্টা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গুন্দিপ পাড়ার ৪জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
Discussion about this post