চট্টগ্রাম মহানগরের ষোলশহর গ্রিনভ্যালি আবাসিক এলাকার একটি বাসা থেকে ৭৫ টি মোবাইল ফোন ও ৫ লাখ টাকা উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে ষোলশহর আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) অলক বিশ্বাস।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ইয়াবা ব্যবসার খবর পেয়ে গ্রিনভ্যালী আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাসা থেকে মোট ৬০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫ টি অন্যান্য মোবাইল ফোন ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি শাবনুর পালিয়ে যান বলে জানান ওয়ালী উদ্দিন আকবর।
তাদের গ্রেফতারে পু্লিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।,