হাটহাজারীর চারিয়া রাস্তা এখনও পানির নিচে। প্রচন্ড জ্যাম, জনগণের চরম ভোগান্তি। সরেজমিনে গিয়ে জানাগেছে ,খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের হাটহাজারীর চারিয়ায় রাস্তার উপর এখনও পানি জমে আছে। তিনদিনেও পানি না কমায় এই রাস্তায় যোগাযোগ কার্যত বন্ধ। রাস্তার দুই পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচন্ড জ্যামের কারণে ঈদে গ্রামমূখী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এই জ্যাম পার হতে ৩-৪ ঘন্টা সময় লাগছে। ভ্যানের মাধ্যমে কিছু কিছু মানুষ পার হতে পারলেও কার,মাইক্রো, বাসসহ অন্যান্য যানবাহনসমূহ আটকে আছে। এই সড়ক পার হতে না পেরে অনেকে আবার শহরে ফিরে আসছেন। জ্যামের মধ্যেই ইফতারের কাজটি সেরে ফেলে অনেকে। অনেকে জানান তারা শহরে নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছেন। আর এ কারণে বৃহত্তর চট্টগ্রামের সাথে আন্তঃজেলা খাগড়াছড়ি ও ফটিকছড়ি উপজেলার সাথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
Discussion about this post