চট্টগ্রাম মহানগরের চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গাড়ি চালক মো. অনিক (২৬) হত্যার ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে নিহত অনিকের বাবা মো. নাছির উদ্দিন বাদি হয়ে চকবাজার থানায় এ মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা।
মামলায় আসামিরা হলেন, মহিউদ্দীন তুষার (৩০), মিন্টু (৩২), ইমরান শাওন (২৬), ইমন (১৬), শোভন (২৪), রকি (২২), অপরাজিত (২২), অভি (২১), বাচা (২২), এখলাস (২২), দুর্জয় (২১) এবং অজয় (২১)।
নোবেল চাকমা বলেন, অনিক হত্যার ঘটনায় অনিকের বাবা নাছির উদ্দিন বাদি হয়ে সোমবার ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
গত রোববার রাতে চট্টেশ্বরী পল্টন রোডে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন মো. অনিক।
রোববার বিকেল ৫টার দিকে গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে রাত ৮টার পর এ ঘটনাকে কেন্দ্র করে মো. অনিককে ছুরিকাঘাত করে মহিউদ্দীন তু্ষার ও তার সহযোগিরা।