চট্টগ্রাম মহানগরের বাকলিয়া তক্তারপুল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মারা গেছে মো. জসিম (২২) নামে এক যুবক।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জসিম কুমিল্লা জেলার চান্দিনা এলাকার খোরশেদ আলমের ছেলে। জসিম বাকলিয়া মিয়াখাননগর এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা বলেন, বাকলিয়া তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি ।