কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে নগরীর হালিশহর থানার বউ বাজার এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ আলী আরফাত (২০)। তিনি হালিশহর থানার মধ্যম রামপুর আমতল (ফকির গলি) এলাকার আলকারাছ মুহুরীর ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, শুক্রবার সকালে নিহত আরফাত ৪-৫ বন্ধু মিলে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহযাত্রীরা লাইফগারডের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এলাকাবাসী সুত্রে জানাগেছে, স্বপরিবারে তারা কক্সবাজার বেড়াতে গিয়েছিল। সবার চোখ ফাঁকি দিয়ে আলী আরাফাত একা সাগরে নেমে গোসল করতে গিয়ে চোরাবালীতে আটকে যায়।
বিকালে নিহত আলী আরাফাতের লাশ নিজ এলাকায় আনা হয়। রাত ১১টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
Discussion about this post