মরহুমের বড় ভাই হাজী জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টার দৈনিক ৭১ বাংলাদেশ কে জানান মরহুমের জানাযা পাঠানটুলি রোড়, নাজিরপুল, (কলাবাগান) মসজিদ বায়তুর রিদওয়ানে রাত ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জানাগেছে মরহুম শামীম আলম মৃত্যু কালে স্ত্রী, ৩ পুএ ৬ কন্যা, ভাই, বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন ও বন্দু বান্দ্বব রেখে যান । মরহুমের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন এবং
২৩ নাং ওয়ার্ড় কাউন্সিলর মোহাম্মদ জাবেদ , সাবেক কাউন্সিলর প্রার্থী শেখ জাহেদ, হাজী জহিরুল হক, মোহাম্মদ জিয়া কন্ট্রাক্টার, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আব্দুল মালেক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ সহ আরো অনেকে ।