নগরীর বাকলিয়ায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইনহাস বিনতে নাছিরকে (১২) গলা কেটে খুনের ঘটনায় শিক্ষানবীশ এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রিজুয়ান কবির রাজু খুন হওয়া ইনহাস বিনতে নাছিরের চাচীর ছোট ভাই। তিনি সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর শিকু আরা বেগমের ছেলে।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পর ইনহাসকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় শিক্ষানবীশ আইনজীবী রিজুয়ান কবির রাজু। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে নগরের বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় নিজেদের বাসা থেকে ইনহাসের লাশ উদ্ধার করা হয়। এর পর বৃহস্পতিবার রাতে ইনহাসের নানা নাছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।