এম জামাল উদ্দিন(সভাপতি) মোঃ শেখ সেলিম ( সাধারন সম্পাদক) সহ ১১ সদস্য কমিটি গঠিত হয়, আগ্রাবাদ নিজ কার্যালয়ে একআলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকের কল্যাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।কর্মই শক্তি,সততাই মুলধন , সাংবাদিকদের সুখে,দূঃখে উক্ত সংগঠন এক সাথে, এক যোগে কাজ করে যাবে বলে সাংবাদিকরা শপত গ্রহণ করেন এবং কোন সদস্য দ্ধারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন্য হলে ঐ সদস্যের পদ বাতিল হয়ে যাবে বলেন উপস্থিত সকল সাংবাদিকগণ ।
Discussion about this post