পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নবনির্মিত ২০ তলা বিশিষ্ট ৪টি আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ১৮ হাজার ৭শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।’
জনসেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
তিনি আরো বলেন, সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।
Discussion about this post