চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় নির্মাণাধীন একটি ১৪ তলা ভবন থেকে পড়ে মো. রিপন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে পতেঙ্গা কাটগড় এলাকায় একটি ১৪ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. রিপন বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার মো. আরিফুলের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, পতেঙ্গা কাটগড় এলাকায় নির্মাণাধীন একটি ১৪ তলা ভবন থেকে পড়ে আহত মো. রিপনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Discussion about this post