পঞ্চগড় জেলা প্রতিনিধি: চাঁদার প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড় জেলাধীণ আটোয়ারী উপজেলার সরকারি বিদ্যালয় ভবন নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন নামের এক নির্মাণ শ্রমিককে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন করেছে আটোয়ারী শ্রমিক ঐক্য পরিষদ। ৯ জুলাই সোমবার দুপুরে আটোয়ারী উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-বোদা সড়কে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে আটোয়ারী উপজেলার বিভিন্ন শ্রমজীবি সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, গত ৭ জুলাই আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ করছিলেন আনোয়ার হোসেনসহ কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় তার কাছে আবু সাঈদ মো: ইমরানসহ যুবকরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আনোয়ার হোসেন এর প্রতিবাদ করে তাদেরকে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করতে বললে সেখানে থাকা হাতুড়ি ও লোহার রড দিয়ে আনোয়ারকে পিটিয়ে আহত করে ইমরান ও তার সহযোগীরা। স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মানববন্ধনে আবু সাঈদ মো. ইমরানসহ সকল হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান শ্রমিকরা।
Discussion about this post