৭১বাংলাদেশ প্রতিবেদক ঃসিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ যতবার ক্ষমতায় থাকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়ে তাদের ঋণ শোধ করার চেষ্টা করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধার চাকুরীর মেয়াদ বৃদ্ধি, সন্তানদের চাকরি কোঠা নির্ধারণ ও মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ করে দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। সবকিছু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে।
তিনি শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের রাজনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৯ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মকবুল আলী ও ৯ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে মাইজগাঁও ইউনিয়নে নূরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সত্যেন্দ্র কুমার বিশ্বাস এর (বীর নিবাস) গৃহনির্মাণ শেষে পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রমা পদ দাস, সহকারী প্রকৌশলী ওয়াজিবুল হক ও সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালিক ফিরোজ, মুক্তিযোদ্ধা প্রয়াত সত্যেন্দ্র কুমার বিশ্বাস এর স্ত্রী স্মৃতি রানী বিশ্বাস, মেয়ে শিল্পী বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।
Discussion about this post