পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে ও তেঁতুলিয়া মডেল থানার সহায়তায় মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সোমবার বিকাল ৫:০০ ঘটিকায় ইউনিয়ন ফ্যাডারেশন হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং, সাধারন সম্পাদক মো: বাদশা সুলায়মান’র সভাপতিত্বে ও থানার সাব-ইন্সপেক্টর এসআই মো: শওকত আকবর এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ) পঞ্চগড় এম এম রকীব উর রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম, ৫নং বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মো: তারেক হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো: মুজিবর রহমানসহ আরো অনেকেই। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি এম এম রকীব উর রাজা মূল বক্তেব্যে তিনি বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিয়ে,সমাজ,ও দেশের জাতীর ভাইরাস। এসব থেকে রক্ষা পেতে প্রত্যেক অভিভাবককে সস্তানদের প্রতি সচেতন থাকতে হবে তাদের সথে বন্ধু সুলভ আচরণ করতে হবে তাদেরকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। থানার পুলিশ ও ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যদের জোরালো ভাবে কাজ করতে হবে।’ তিনি পুলিশিং কমিটির উদ্ভব সম্পর্কেও ধারণা দিয়েছেন তার বক্তেব্যে, সভায় বক্তারা মাদক, ইফটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশিং ফোরামের সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discussion about this post