বলিউড তারকা ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল ১৬ জুলাই। এই দিন ৩৫ বছর পূর্ণ হলো নায়িকার। কিন্তু ক্যাটরিনা দাবি করেছেন তার বয়স নাকি ২১ বছর ।
নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আজ আমার ২১তম জন্মদিন। আচ্ছা ঠিক আছে। আরো কয়েকটি বছর না হয় যুক্ত রয়েছে। আর এই পুরো ক্রেডিট আমার মায়ের।’ অনেকটা মজার ছলেই এমন ক্যাপশন লিখেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা.ইন জানিয়েছে, ৩৫ বছর পূর্ণ করলেন এই নায়িকা। জন্মদিনে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি। তবে তার জন্মদিনের ছুটির আমেজ আর বেশি স্থায়ী হবে না। কারণ ক্যাটরিনা এখন অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবিতে। বুধবার থেকেই শুটিং সেটে ফিরবেন তিনি। যুক্তরাষ্ট্রে ছবিটির শুটিং চলছে।
প্রসঙ্গত, ৩৫ বছরের জন্মদিন পালনকে বলিউডের ঝলকানি থেকে দূরে রেখেছেন ক্যাটরিনা কাইফ। এবারের জন্মদিনে কোনো সেলিব্রেশন নেই, কোনো পার্টি নেই। এমনকি, নায়িকা এখন মুম্বাইতেও নেই। সবকিছু থেকে দূরে সরে তিনি এই মুহূর্তে মা, বোন ও পরিবারের সঙ্গে ইংল্যান্ডে একান্ত সময় কাটাচ্ছেন।