নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে কঠোর নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসনের কনফারেন্স রুমে বরিশাল সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মাহাবুব তালুকদার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে কারো চাপে নতি না স্বীকার করার জন্য বলা হয়েছে। বিবিধ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। তাই আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করব।
এসময় তিনি ভোট কেন্দ্রর পবিত্রতা রক্ষা করে বিধি অনুযায়ী কাজ করার জন্য প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, ডিজিএফআই বরিশালের কর্নেল জিএম শরিফুল ইসলাম, র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম প্রমুখ।