৭১ বাংলাদেশ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘দেশের জনগণ বিএনপির এসব দুর্নীতিবাজ-সন্ত্রাসীকে কারাগারেই দেখতে চায়, জনগণও তাহলে নিরাপদে এবং দেশ শান্তিতে থাকবে।
শনিবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি চেয়ারপারসন কারাগারে থাকা মাইনাস নয়, বরং প্লাস, এতে তার ভোট বাড়ছে’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাগারে থাকলে যদি ভোট বৃদ্ধি পায়, তাহলে তিনি (বেগম জিয়া) আমরণ কারাগারেই থাকুক।’
এরপর তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।
হানিফ বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটই বাংলাদেশে প্রথম প্রকৌশলী বানানোর শিক্ষা কেন্দ্র। আগে পৌরসভা, এলজিইডি, সড়ক ও জনপথসহ বিভিন্ন সরকারি প্রকৌশল দপ্তরগুলোতে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাধারীদের দিয়েই পরিচালিত হতো। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের পর এ দেশে বিএসসি বা মূল প্রকৌশলীদের ‘আমাদের সরকারি-বেসরকারি দপ্তরসমূহে প্রবেশ শুরু হয়।’
সাংসদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রকৌশলীদের ভূমিকা অনেক। সিভিল, ইলেক্ট্রট্রিক্যাল, কম্পিউটার সাইন্স, ম্যাকানিক্যালসহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে অন্তত একজন ছেলে বা মেয়ে একটি কর্মসংস্থানের পথ খুঁজে পায়।
তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অতীত ঐতিহ্য তুলে ধরেন এবং এর শিক্ষা কার্যক্রমে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যত্নবান হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post