মহানগরের চকবাজার ডিসি রোডে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফয়সাল (৩০) কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরের ডিসি রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ফরিদুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মির্জা সায়েম মাহমুদ।
এর আগে গত ২৭ এপ্রিল চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনির মুখে ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় চকবাজার থানার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার স্ত্রী ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ২২ জুলাই মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত ফরিদুল ইসলাম হত্যা মামলায় ৮ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।