নূরুল ইসলাম,জনতার কলামঃচট্রগ্রাম ডবলমুরিং থানাধীন,পানওয়ালা পাড়া, ছোট মসজিদ এর নিকটস্থ(হাবিব ম্যানসন)চট্রগ্রাম এর স্হানীয় বাসিন্দা,সাংবাদিক কামাল উদ্দিন গত ২৬ ই জুলাই আনুমানিক সন্ধায় ৭ টায়,সন্ত্রাসী হামলার শিকার হন, বিভিন্ন্য সংবাদ মাধ্যমে তাহা প্রকাশিত হয়েছে,জানাগেছে এখনো গ্রেফতার হয়নি সন্ত্রাসী হামলা কারিরা। সাংবাদিক কামাল উদ্দিন এর পরিবার জানান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসী হামলা কারির দল, সাংবাদিক কামাল উদ্দিন এর পরিবার আরো জানান (সি এম পি) মাননীয় পুলিশ কমিশনার এর হস্তক্ষেপ জুরুরি তিনি আরো বলেন চট্রগ্রাম অনলাইন প্রেস ক্লাব ,মেট্রোপলিটন সাংবাদিক কল্যাণ পরিষদ, চট্রগ্রাম সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন উক্ত সংগঠনের সকলেই যদি এগিয়ে আসেন এবং বিভিন্ন্য সাংবাদিক সংগঠন যদি সাংবাদিক কামাল উদ্দিন এর পাশে দাড়ান সন্ত্রাসী যতো বড় রাঘব বোয়াল হউক না কেন হামলা কারির বিচার অবশ্যই পাবেন বলে বিশ্বাস সাংবাদিক কামাল উদ্দিন এর পরিবারের, বেগম কামাল উদ্দিন সকল সাংবাদিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন আহত সাংবাদিক কামাল উদ্দিন এর পাশে থাকার জন্য,তিনি আরো জানান আজ এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় আহত হয়েছে আগামিকাল আপনারা (সাংবাদিকরা) সন্ত্রাসী হামলার শিকার হবেন না তাহার নিশ্চয়তা দিতে পারবেন কি? সাংবাদিকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিক কামাল উদ্দিন এর পরিবার ।
Discussion about this post