সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের নাসির পাটোয়ারী নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
নিহত নাসির পাটোয়ারী সদর উপজেলার হামছাদি ইউনিয়নের কাপিলাতলী গ্রামের ওজিউল্লাহ পাটোয়ারীর (সাবেক মেম্বার) ছেলে।
নিহত নাসিরের বন্ধু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সৌদি আরবের আল খারিজ সংলগ্ন ওয়াদি আল দেছেরে সড়ক দুর্ঘটনায় মারা যায় নাসির। তিনি দীর্ঘদিন থেকেই সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, সড়ক দুর্ঘটনায় নাসির পাটোয়ারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতের মরদেহটি দ্রুত দেশে আনার জন্য ব্যবস্থা করা হবে।