মোঃ বোরহান উদ্দিন:বৃহস্পতিবার(২রা আগষ্ট) সন্ধা ৭টার দিকে হাটহাজারী পৌরসভাস্থ আলিপুর এলাকার নতুন কাজী বাড়ির ভাড়া ঘর থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ শায়েক হোসেন রিমন(২৬) পৌরসভার আদর্শগ্রাম এলাকার মোঃ সেলিম চৌধুরীর পুত্র ও তার স্ত্রী লাকি আক্তার(১৯) ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার ছুরকারহাট এলাকার ফায়া তালুকদার বাড়ির মোঃ নাছির উদ্দিনের কন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, অপহরনের আটদিনের মাথায় দু’লাখ টাকা মুক্তিপণ নিয়ে শিশুটিকে নির্দিষ্ট স্থানে মা-বাবার কাছে ফেরৎ দিলেও অবশেষে পুলিশের তৎপরায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরনের এক মাসের মাথায় অপহরনকারী দম্পত্তিকে আটক করতে পুলিশ সক্ষম হয়। শিশুটিকে জীবিত ফেরৎ পাওয়ার লক্ষ্যেই মূলত পুলিশ ঝুঁকি না নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরনকারীকে আটক করে বলে সাংবাদিকদের জানায়।
এ ব্যাপারে রাতে এক ব্রিফিংয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন শিশু আরিফুল ইসলাম(আরিফ) গত ২জুলাই নিখোঁজ হয়েছে এ ধরনের একটি নিখোঁজ ডায়রি পাওয়ার পর পর আমরা শিশুটি উদ্ধারে মাঠে নেমে পড়ি, শিশুর জীবনের ঝুঁকি না নিয়ে শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা খুবই সতর্কতার সহিত কাজ করতে থাকি পরে ১০জুলাই অপহরনের একটি মামলা এবং পরিবারের পক্ষ থেকে দু’লাখ টাকা মুক্তিপণ দিয়ে শিশুটিকে উদ্ধারের পর কল লিষ্টের মাধ্যমে সামনে এগোতে থাকি, বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবশেষে অপহরনের মূলহোতাসহ দম্পত্তিকে আমরা আটক করি। এ সময় মুক্তিপণের টাকা দিয়ে কেনা একটি মোটরসাইকেল, টাকা আদায়ে ব্যবহৃত মোবাইল এবং মূলহোতার নিজ হাতে লিখিত কথোপকথনের লেখা একটি ডায়রী উদ্ধার করি।
তিনি বলেন তারা অপহরনের বিষয়টি স্বীকার করেছেন মূলত মায়ের বিভিন্ন ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে এ কাজটি করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানায়।তিনি বলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) জহির উদ্দিন এবং মামলাটির আয়ু উপপরিদর্শক আব্দুল জলিল অনেক কস্ট করেছেন। নিখোঁজের পর থেকেই তারা শিশুটিকে জীবিত উদ্ধার এবং অপহরনকারীদের আটকে তৎপর ছিলেন।
উল্লেখ্য গত ২রা জুলাই উপজেলার মেখল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জাফরাবাদ মাদ্রাসার ছাত্র এবং একই ইউনিয়নের জাফরাবাদ রহিমপুর গ্রামের মোঃ সেলিমের পুত্র মোঃ আরিফুল ইসলাম(৫) সকাল সোয়া এগারটার দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে অপহরন হয়েছিল।
Discussion about this post