সারাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে চট্টগ্রাম সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ৩ টায় নগরীর অলংকার মোড়স্ত ডি টি রোড়ের হানিমুন টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোঃ আবদুস সামাদ এর সঞ্চলনায় কে এম রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেনীর সাংবাদিকবৃন্দরা।এসময় সাংবাদিকরা বলেন,দেশের সার্থে কাজ করতে গিয়ে যদি আর কোন সাংবাদিক নির্যাতনের শীকার না হয়,সাংবাদিক নির্যাতন বন্ধ করুন।এছাড়াও বক্তারা তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন এবং বক্তারা আরো বলেন তদন্ত্যে দোষী প্রমানিত না হওয়া পর্যন্ত কোন সাংবাদিক কে গ্রেফতার করা যাবে না ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক প্রাণের বাংলাদেশ ব্যুরো এসএম মেহেদী,দৈনিক সোনালী খবর ব্যুরো চীফ এসএম সাগর, এসটিভি সম্পাদক শহীদুল ইসলাম শহিদ, দৈনিক ৭১বাংলাদেশের সম্পাদক শেখ সেলিম,সাপ্তাহিক অপরাধ ঘোষনাসম্পাদক মোঃ জুনায়েদ হাসান, সময়ের নিউজ বার্তা সম্পাদক মোঃ সোহান, দৈনিক সন্ধ্যাবানী চীফ রিপোর্টার মোঃ জামাল চৌধুরী বিপ্লব সহ চট্টগ্রাম সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।
মানববন্ধনে প্রধান আলোচক তারা পাঁচটি দাবী নিয়ে বক্তব্যে বলেন, ১। ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে।
২। সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা থানায় নেয়া যাবে না সেটা প্রেস কাউন্সিলে করতে হবে। ৩। সাগর রুনি সহ সারা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা গুমের বিচার দ্রুত করতে হবে। ৪ সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করতে হবে। ৫। সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের ঝুকি ভাতা নিশ্চিত করতে হবে।