মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ত্রিশ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ত্রিশ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে গুইমারা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় গুইমারা উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করে গুইমারা উপজেলায় উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়াও তিনি গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুইমারা মডেল উচ্চ বিদ্যালেয়ও গাছের চারা রোপন করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের বাড়িতে ০৩ টি করে গাছের চারা রোপন করার জন্য বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ জনাব মো: গিয়াসউদ্দিন, গুইমারা ইউপি চেয়ারম্যান বাবু মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান বাবু চাইথোয়াই চৌধুরী, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুশীল রঞ্জন পাল, বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শামীমা আক্তার, গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রবীন্দ্র কুমার নাগ, জালিয়াপাড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম নিয়াজীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন