তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেপ্তার মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে নওশাবা মুক্তি পান।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, দুপুরে জামিনের পর নওশাবার আইনজীবীরা তাঁর পক্ষে জামিননামা (বেইলবন্ড) দাখিল করেন। সেই জামিননামা বিচারক স্বাক্ষর করলে আদালতের ডেসপ্যাচ (আদান প্রদান) শাখা থেকে বিশেষ বাহকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কাগজ হাতে পেয়ে কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেন।
এদিকে দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নওশাবাকে জামিনের আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ হায়দার বিকেলে এ বিষয়ে বলেন, মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে নওশাবার জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় নওশাবা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। এর পরে দুই দফায় জামিনের আবেদন করা হলে সিএমএম আদালত তাঁর জামিন না মঞ্জুর করেন।
গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাব। পরে তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
পরদিন ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম নওশাবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ১০ আগস্ট তাঁকে আদালতে হাজির করে ফের রিমান্ডের জন্য আবেদন করে ডিবি পুলিশ। দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Discussion about this post