মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মহিলা আওয়ামীলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড় সদরে মহিলা আওয়ামীলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্বরে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহসভাপতি আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমূখ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মহিলা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। উক্ত আলোচনার আগে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
Discussion about this post