জনতার কলামঃগ্রামপুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি বাহিনী। সেই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত গ্রামপুলিশ বাহিনীকে পরিচালনা করে বহিরাগত লোক, ওরা কারা? একজন সরকারী লোক হয়ে একজন সাধারন পাবলিকের নির্দেশ মানা কতটা আইনসংগত? এই সাধারন লোকের কথায় দেশের প্রত্যন্ত অন্চল থেকে ঢাকা এসে মিটিং মিছিল মানববন্ধন সহ সরকারের বিরুদ্ধে দাবী আদায়ের নামে শ্লোগান কি গ্রামপুলিশ নিয়োগ বিধান পরিপন্থী? কে দেবে এই প্রশ্নের উত্তর?
কমান্ডার এম এম লালমিয়া
গ্রামপুলিশ কমান্ডার (দফাদার)
সমাজ কল্যান বিষয়ক সম্পাদক
জাতীয় মানবাধিকার ইউনিটি, ধামরাই,ঢাকা।
মোবাইলঃ০১৭৮৯৪১৫৩১৯/০১৯২১৩৭৬৫৭৭. লালমিয়া লালমিয়া(ফেসবুক ওয়াল)