২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমানকে বিদেশ থেকে ধরে এনে গ্রেনেড হামলাকারীদের আইনের আওতায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে নগরীর নিউ মার্কেট মোড়ে বিশাল মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অদ্য ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ঘটিকার সময় মহানগর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগ কোতোয়ালী থানা শাখার উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি কোরবান আলী আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মঈনুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সাকু, সৈনিক লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাসুদ আকবরী, মহানগর সাধারণ সম্পাদক রায়হান নেওয়াজ সজীব। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সভাপতি হারুনুর রশিদ মোল্লা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনির আহমেদ, দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিত্র বড়–য়া, মহানগর সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর শুক্কুর, দপ্তর সম্পাদক দিদার মির্জা, তথ্য ও গবেষণা সম্পাদক সাগর দেবনাথ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: শফিউল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এহসানুুল কবির সেন্টু, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াছিন হিরু, পাঁচলাইশ থানা সভাপতি মো: ইলিয়াছ, পতেঙ্গা থানা সভাপতি মো: জসিম উদ্দিন, আকবর শাহ্ থানা সভাপতি মেহেদী হাসান ফারহান, সাধারণ সম্পাদক খালেদ হোসেন টিটু, পাহাড়তলী থানা সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, ২৭নং ওয়ার্ডের সবাপতি মো: মোশাররফ কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, ২৮নং ওয়ার্ড সভাপতি মো: ইউনুছ সদ্দার, ৯নং ওয়ার্ড সভাপতি আবু তাহের, ১২নং ওয়ার্ড সভাপতি মঈনুদ্দিন, ৩৩নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আরজু, ৩৯নং ওয়ার্ড সহ-সভাপতি মো: সুজন, চট্টগ্রাম জেলা টেম্পো শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ২৮নং ওয়ার্ডের প্রচার সম্পাদক জামাল উদ্দিন ফরিদপুরী সহ কোতোয়ালী থানা আওতাধীন ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও সৈনিক লীগের নেতৃবৃন্দ।
Discussion about this post