মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলার আওতাধীন সাংঘঠনিক সমন্বয়ক পরিষদের উদ্দ্যোগে মহান ২৬ শে আশ্বিন বিশ্ব অলি শাহান শাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩০তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে শানে রাহবারে আলম এবং বর্তমান প্রেক্ষাপট ও শাখা কমিটির কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা সম্প্রতি ফটিকছড়ি মনিরা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। সাংগঠনিক সমন্বয়ক বৃন্দের আহবায়ক, আশেকানে গাউছিয়া হক ভান্ডারী বিবিরহাট শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম। এতে অতিথি ছিলেন মাষ্টার মো: নাছির উদ্দীন, মাষ্টার কবির আহমদ, মাষ্টার দিদারুল আলম, মাহবুবুল আলম সওদাগর, বাবু বাটন কুমার দে ও লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য। সভায় প্রত্যেকে শাখা কমিটির দক্ষতা বৃদ্ধিতে সজাগ ও সচেতন হওয়া, যুগসংস্কারক হিসেবে রাহবারে আলম শাহসুফী সৈয়দ মোঃ হাসান মাইজভান্ডারীর দৃষ্টি ভঙ্গি অনুধাবনে গুরুত্বারোপ করেন। পরে মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
Discussion about this post